দুক্ষুমিয়ার জন্মদিন আর খুশির ঈদ আজ

আজ ২৫ শে মে ২০২০। বাংলাদেশে আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে এই দিনটি একটি অতি আনন্দের দিন। আর সেই আনন্দ কে আরো বাড়িয়ে দিয়েছে এই বছর কারণ আজ আমাদের সকলের প্রিয় দুক্ষুমিয়ার জন্মদিনও। আজ দুক্ষুমিয়ার ১২১ তম জন্মদিন।

The Daily Star খবরের কাগজ, দুক্ষুমিয়ার জন্মদিন নিয়ে বেশ চমৎকার একটি রচনা প্রকাশ করেছে। নিচে আমি লিংক টি দিলাম :
https://www.thedailystar.net/bangla/শীর্ষ-খবর/আজ-জাতীয়-কবির-১২১তম-জন্মবার্ষিকী-152299

ঈদ এবং দুক্ষু মিয়ার জন্মদিন কে একসাথে উদযাপন করতে, তার লেখা নিচের গানটি আজকের দিনের জন্যে চমৎকার ভাবে প্রযোজ্য :

রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।
ও মন! রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ
ও মন! রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।

তোর সোনা-দানা বলাখানা, সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ্
ও মন! রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ পড়বি ঈদ এর নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ
ও মন! রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন, হাত মিলাও হাতে
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ
ও মন! রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে, যা কিছু মুকিদ
ও মন! রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।

এলো খুশির ঈদ এলো এলো খুশির ঈদ
এলো খুশির ঈদ,
ও মন! রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ।

শুধু গানের কথা পড়ে যাদের মন ভরবে না, তাদের জন্যে দিলাম :
https://youtu.be/ePLGL-78mRU

দুক্ষুমিয়ার গান নিয়ে একটি চমৎকার ওয়েবসাইট : http://nazrulgeeti.org/