তুমি সুন্দর তাই
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় , সেকি মোর অপরাধ
চাঁদের হেরিয়া কাঁদে চকোরিনি, বলে না তো কিছু চাঁদ ।।
চেয়ে চেয়ে দেখি ফোটে যবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল
মেঘ হেরি ঝুরে চাতকিনি, মেঘ করে না তো প্রতিবাদ।।
জানে সুর্যে রে পাবে না, তবু অবুঝ সুর্য মুখী
চেয়ে চেয়ে দেখে তার দেবতাকে দেখিয়াই সে যে সুখী
হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি এ আঁখি ওগো সুন্দর
মিটিতে দাও হে প্রিয়তম মোর, নয়নের সেই সাধ।।
(Did I make any mistake in the lyrics? Send me a message to notify me, please! –Kana masi)